বাংলা উইকিপিডিয়া – আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ বাংলা বিশ্বকোষ গড়ে তুলি

শুভেচ্ছা নেবেন। ভাষাভাষীর সংখ্যানুসারে বাংলা ভাষার অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে এবং প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি। আমরা এমন একটি ভাষায় কথা বলি যা আন্দোলনের মাধ্যমে আমাদের অর্জন করতে হয়েছে। তাই এই বাংলা ভাষায় কিছু করতে পারলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হয়। আমরা অনেকেই অনেক জানা-অজানা এবং রহস্যময় বিষয় নিয়ে স্টাডি করি এবং বিভিন্ন ব্লগ সাইটের মাধ্যমে সেগুলোকে সবার সাথে শেয়ার করি। সুতরাং সবাইকে স্যালুট!!

উইকিপিডিয়া ও ব্লগে লেখা প্রকাশ করার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। বরং উইকিতে একাউন্ট না তৈরি করেই সম্পাদনা করা যায়। ব্লগে আমরা সাধারনত বিভিন্ন তথ্য পরিবেশন করার সাথে সাথে পাবলিককে বাড়তি বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন মসলাদার মন্তব্য জুড়ে দেই; উইকিপিডিয়ায় মসলাদার অংশটি বাদে শধুমাত্র তথ্যমূলক অংশটুকু যুক্ত করে দিতে হয়। ভাবতে মাঝে মাঝে অবাক লাগে ২৯০টি ভাষায় পরিচালিত উইকিপিডিয়ায় বাংলা ভাষা সংস্করণের আবস্থা অন্যান্য ভাষার চেয়ে মারাত্বকভাবে করুণ। অথচ আমরাই সেই বীর বাঙালি ! জাতি যারা কিনা ২১শে ফেব্রুয়ারির দিন মুখে-শরীরে অ-আ আঁকাআঁকি করে অস্থির, ফেসবুক স্ট্যাটাসে হোমপেইজ সয়লাব। অথচ যে টাইমটুকু ফেসবুকে ব্যায় করি তার কিছু টাইম উইকিপিডিয়ায় ব্যায় করলে এতোদিনে বাংলা উইকি সবার উপরে অবস্থান করতে পারত এবং বাংলা ভাষার উন্মুক্ত ও একমাত্র এই বিশ্বকোষটি এতোদিনে পূর্ণাঙ্গ হয়ে যেত।

মাঝে মাঝে দেখি কোন কোন মহা-মানীষী মহা উৎসাহের সাথে ব্যঙ্গ করে লিখেছেন, “উইকিতে অমুক তথ্যটি খুঁজতে গিয়ে দেখি সেখানে ভুলে ভরপুর”, বাক্যের শেষে আবার লুল সাইনটিও ব্যবহার করেছেন। সেইসব মনীষীদের উদ্দেশ্যে বিণীতভাবে বলতে চাই, আমি মনীষী নই, সর্বজান্তাও নই কিন্তু বাস্তব জীবনের কাজ শেষে যেটুকু সময় পাই কিছু লেখালেখি করে উইকিকে সমৃদ্ধ করার চেষ্টা করি। এতে আমার ও আমার মত যারা উইকিতে লেখেন তাদের ভুল কিছু হওয়া স্বাভাবিকই বটে। কারণ এটি একটি উন্মুক্ত বিশ্বকোষ ও যে কেউই সম্পাদনা করতে পারে। সুতরাং ভুল ধরা পড়লে ব্যঙ্গ না করে আপনার উচিত ছিল ভুলটি সংশোধন করে দেওয়া কারণ যে সময় নিয়ে আপনি ভুলটিকে ব্যঙ্গ করেছেন তার অর্ধেক সময়ে সংশোধনের কাজটি হয়ে যেত। এতে উইকিও উদ্ধার পেত এবং জাতিও কিছু সঠিক জিনিস শিখতে পারত।

উইকিপিডিয়ায় যে শুধু আর্টিকেল যুক্ত করেই অবদান রাখা যাবে এমন কোন কথা নেই। আপনি ইচ্ছে করলে আরো অনেকভাবে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। যেমন, আমদের দেশে অনেক ঐতিহাসিক স্থানেরই নিবন্ধ রয়েছে কিন্তু সেগুলোর উপর তেমন ছবি নেই, কপিরাইট সমস্যার কারণে আবার থাকলেও যুক্ত করা যাচ্ছে না। আমরা ভ্রমণে যাওয়ার সময় ব্যক্তিগত ক্যামেরা নিয়ে যাই সেই ছবিগুলো পিসিতে পড়েই থাকে তার চেয়ে একটু কষ্ঠ করে উইকিমিডিয়ার ছবি আপলোডের সাইট উইকিমিডিয়া কমন্সে (কমন্সের লিংক) আপলোড করে দিলে সকলেই ছবিটি ব্যবহার ও স্থান সম্পর্কে ধারণা লাভ করবেন (উইকিপিডিয়ার মত কমন্সের প্রায় সকল ছবিই মুক্ত লাইসেন্সের আওতাভুক্ত)।

আর একটি কথা, উইকিপিডিয়ার সকল বিষয়বস্তু মুক্ত থাকার কারণে কোন ওয়েবসাইটের কপিরাইটকৃত লেখা যুক্ত করা যায় না এবং আপনি নির্ভরশীল উৎসের উদ্বৃতি দিয়ে নিজের ভাষায় তথ্যটি উপস্থাপন করতে পারেন। বর্তমানে বাংলা উকিতে নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন ১ লক্ষের উপরে কিন্তু নিয়মিত সম্পাদক মাত্র ৩০-৪০ জন। আমরা ব্লগে বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় লিখে থাকি সেগুলো কষ্ট করে উইকিপিডিয়ায় যুক্ত করে দিলে বাংলার এই বিশ্বকোষটি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একদিন সকল ভাষার চেয়ে উপরে উঠে আসবে বলে আমার বিশ্বাস।

বাংলা উইকিপিডিয়ার ওয়েবসাইট: https://bn.wikipedia.org