
মেক্সিকান ভিসা ইন্টারভিউ!
১৫ই জুন ২০১৫ সকাল, মেক্সিকান এম্বাসি, দিল্লি। তিন তলা একটি বিল্ডিং, সম্ভবত আবাসিক হিসেবে কেউ এটি তৈরি করেছিলেন যা ভাড়া নিয়ে এম্বাসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইন্টারভিউ-এর ১ ঘন্টা আগেই এসে হাজির হয়ে গেছি। আমার সাথে আমার ভারতীয় এক ডাক্তার বন্ধু ছিল। ঠিক সকাল ৯টায় প্রার্থীদের ভেতরে প্রবেশ শুরু হল। বাংলাদেশ থেকে তেমন একটা মেক্সিকোতে যাওয়া আসা নেই, নিতান্ত কাজ না থাকলে কেউ ওমুখো হতে চায় …