উইকিপিডিয়ায় Content translation বা বিষয়বস্তু অনুবাদ টুল সক্রিয়করণ

আপনি উইকিপিডিয়ায় নতুন আর্টিকেল বা নিবন্ধ লিখতে চাচ্ছেন? Content translation বা বিষয়বস্তু অনুবাদ টুলের মাধ্যমে আপনি সহজেই অন্য ভাষার উইকিপিডিয়া নিবন্ধটি সহজেই অনুবাদ করে বাংলাতে যুক্ত করতে পারবেন। কিভাবে টুলটি সক্রিয় করবেন তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. প্রথমে বাংলা উইকিপিডিয়াতে লগ-ইন করুন ও ‘আমার পছন্দ’-এ ক্লিক করুন (চিত্র-১)। এরপর ‘বেটা বৈশিষ্ঠ্যসমূহ’-এ ক্লিক করুন (চিত্র-২)।

চিত্র-১
চিত্র-২

২. এরপর ‘বিষয়বস্তু অনুবাদ’-এ টিক চিহ্ন দিন ও ‘সংরক্ষণ করা হোক’-এ ক্লিক করে পাতাটি সংরক্ষণ করুন।

চিত্র-৩

৩. টুলটি আপনার একাউন্টে সক্রিয় হয়ে গিয়েছে। পরীক্ষা করার জন্য চিত্র-৪ এর মত অনুবাদে ক্লিক করুন। এখন আপনি টুলটির ইন্টারফেইস দেখতে পাবেন (চিত্র-৫)।

চিত্র-৪
চিত্র-৫